ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বন্ধের দাবি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বন্ধের দাবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ | ০৬:০৫ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ | ০৬:০৫

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বন্ধ, গ্রেডেশন তালিকা হালনাগাদ করণ, বুনিয়াদি প্রশিক্ষণসহ বেশ কিছু দাবি জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতি।

শনিবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের অডিটোরিয়ামে সমিতির সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রওশন আলম। সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুর রেজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে বক্তব্য দেন ট্রেনিং ডিভিশনের সহকারী প্রকৌশলী আবদুল্লাহ হীল কাফি।

জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির দাবিগুলোর মধ্যে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বন্ধ, গ্রেডেশন তালিকা হালনাগাদ করণ, প্রকৌশলীদের বদলি বা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সমিতির সাথে আলোচনা করা, পদোন্নতি, বুনিয়াদি প্রশিক্ষণ, সকল উপজেলায় সহকারী প্রকৌশলীর পদ সৃষ্টি, কর্মপরিধি নির্ধারণ, উপজেলা কার্যালয়ে টেলিফোন-ইন্টারনেট সুবিধা অন্যতম।

এছাড়াও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং চতুর্থ  শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে একটি স্থায়ী গবেষণা ও উন্নয়ন সেল, বৃহৎ পরিসরে এম.আই.এস/জি.আই.এস ইউনিট গঠন এবং মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রকে গতিশীল করার সুপারিশ করেন। উল্লেখ্য, এখন পর্যন্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের লোকবলের কোনো ডাটাবেস তৈরি করা হয়নি।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সভাপত্বি করেন সহকারী প্রকৌশলী বাদশা মিয়া। এ অধিবেশনে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত ডিপ্লোমা প্রকৌশলীরা তাদের বিভিন্ন পেশাগত সমস্যা দ্রুত সমাধানের জোর দাবি জানান। পরে নবাগত উপ-সহকারী প্রকৌশলীদেরকে সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×