ঢাকায় বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় লাশ হলেন পপি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩ | ১৮:৫৪ | আপডেট: ৩০ আগস্ট ২০২৩ | ১৮:৫৬
কুমিল্লার মুরাদনগর থেকে ঢাকার উত্তরখানে বড় বোনের বাসায় বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় লাশ হয়েছেন পপি আক্তার নামে এক নারী। ওই দুর্ঘটনায় আহত নিহতের বড় বোন পলি আক্তারের ছোট মেয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ছাড়া পৃথক ট্রেনের ধাক্কায় আব্দুল হাকিম রাঢ়ী (৬৭) নামে আরেকজনের মৃত্যু হয়েছে।
বুধবার রাজধানীর কুড়িল বিশ্বরোড ও তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে গ্রাম থেকে ছোট বোন পলির বেড়াতে আসেন নিহত পপি। বুধবার তাকে নিয়ে ঘুরতে বের হয়। বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটে।
এদিকে রেলওয়ের কর্মচারী শাজাহান মিয়া জানান, তেজগাঁও রেলস্টেশন পারাপারের সময় কমলাপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় আব্দুল হাকিম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহত আব্দুল হাকিম ২০০৯ সালে ঠিকাদার ব্যবসা করতেন। তিনি তিতাস গ্যাস কোম্পানিতেও ঠিকাদারি করতেন। তাঁর গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌড়নদী উপজেলার বাহাদুরপুর এলাকায়। তিনি তুরাগ কামারপাড়া এলাকায় থাকতেন।
ঢাকার কমলাপুর রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় পৃথক তিনটি অপমৃত্যু মামলা হয়েছে।