ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ছাত্রলীগের সমাবেশস্থলের নিরাপত্তা ব্যবস্থা দেখলেন ডিএমপি কমিশনার

ছাত্রলীগের সমাবেশস্থলের নিরাপত্তা ব্যবস্থা দেখলেন ডিএমপি কমিশনার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১১:২১ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ১১:২৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার অনুষ্ঠেয় এই ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সমাবেশস্থলে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়া কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে ডিএমপি।

ডিএমপি কমিশনার সমাবেশের মঞ্চ ও আগতদের বসার স্থানসহ আশপাশের এলাকা ঘুরে দেখেন। এ সময় পুলিশের চেকপোস্ট ও মনিটারিং সেলও ঘুরে দেখেন তিনি।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মুহা. আশরাফুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

                     

আরও পড়ুন

×