ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ঢামেক হাসপাতালে চুরি হওয়া নবজাতক উদ্ধার

ঢামেক হাসপাতালে চুরি হওয়া নবজাতক উদ্ধার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৯:৪৫ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৯:৪৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে তিন দিন পর রাজধানীর কামরাঙ্গীরচরে পাওয়া গেছে। শনিবার রাতে শিশুটিকে উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

থানার এক কর্মকর্তা জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতকের নাম আব্দুল্লাহ। সে হিরণ মিয়া-শাহিনা দম্পতির ছেলে।

৩১ আগস্ট দুপুরে হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে চুরি হয় আব্দুল্লাহ। ওই দিনই শাহবাগ থানায় একটি মামলা করেন হিরণ মিয়া। এরপরই শিশুর খোঁজে মাঠে নামে পুলিশ।

আরও পড়ুন

×