বিশ্ব সাদাছড়ি দিবস-২০১৯
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের হাতে বিনামূল্যে মোটরসাইকেল প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ০৬:৪২ | আপডেট: ২২ অক্টোবর ২০১৯ | ০৭:০১
রাজধানীর গুলশানের ইস্তানবুল রেস্ট্রুরেন্টে বিশ্ব সাদাছড়ি দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডোর্স ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ব্যারিষ্টার সীমা ইকবাল।
সভায় আরও বক্তব্য রাখেন ডিআইএস উপদেষ্টা আশিকুর রহমান অমিত, রোটো সার্ভিসের সিইও এবং ডিআইএস সহ-সভাপতি রহিম-উর-রহমান, সেবী উপদেষ্টা সেলিনা মুস্তাফা ও মুহাম্মাদ আব্দুল্লাহ।
ডিআইএস ও রাইড শেয়ার কোম্পানি রোটো সার্ভিস যৌথভাবে দেশে প্রথম বারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল ধারার পেশার মাধ্যমে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে মোটরসাইকেল প্রদান করে। এদিন মোটর সাইকেলের চাবি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের হাতে তুলে দেন ডিআইএসের প্রধান উপদেষ্টা ইকবাল হোসেন।
এছাড়া ডিআইএস দৃষ্টিপ্রতিবন্ধী ইউটিউবিং প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ, স্মার্টফোন, অসহায় দুঃস্থ ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন ও সাদাছড়ি প্রদান করে।
বিভিন্ন পত্রিকার সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ও অভিভাবক, পেশাজীবী এবং এনজিও প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ডিআইএস সভাপতি এসএম ফেরদৌস আলম। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- বিশ্ব সাদছড়ি দিবস
- ডিআইএস