খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ০৯:৩০ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ১০:৪৭
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে ঝটিকা মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার এ্যালিফেন্ট রোডে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল হয়।
এতে নির্বাহী কমিটির সদস্য ও ধানমন্ডি থানা বিএনপির সভাপতি শেখ রবিউল আলম রবিসহ স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা অংশ নেন। মিছিলটি সাইন্স ল্যাবরেটরির মোড় থেকে শুরু হয়ে এ্যালিফেন্ট রোডে বাটা মোড়ের কাছে এসে শেষ হয়।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, মধ্যরাতের নির্বাচনের সরকার খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে বন্দি করে রেখেছে। তার এই বন্দিত্বের সঙ্গে দেশের গণতন্ত্রকেও বন্দি করে রাখা হয়েছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকেও বন্দি করে রেখেছে এ সরকার। তাই খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়েই কেবল গণতন্ত্র ফিরবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মজবুত হবে।
এ সময় উপস্থিত ছিলেন- ধানমন্ডি থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
শাহাদাৎ হোসেন সৈকত, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সফি, সিনিয়র সহ সভাপতি
কাবিল হাওলাদার, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক ভূঁইয়া, ধানমন্ডি থানা
যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ধানমন্ডি থানা ছাত্রদলের
সাবেক সভাপতি শেখ খালিদ হাসান জ্যাকি, ধানমন্ডি থানা শ্রমিক দলের আহবায়ক
আবু কাউসার ভূঁইয়া, হাজারীবাগ থানা যুবদলের সভাপতি আবুল খায়ের লিটন,
হাজারীবাগ থানা ছাত্রদলের সভাপতি শিপলু রহমান, নিউ মার্কেট থানা ছাত্রদলের
সুনিয়াদ আহমেদ সুমন, কে এম চঞ্চল, কলাবাগান থানা ছাত্রদলের সাগর দেওয়ান সহ
কয়েক শতাধিক নেতৃবৃন্দ।