জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার মাসব্যাপী কর্মসূচি

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলন করা হয়। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩ | ০৯:৫৮ | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ | ০৯:৫৮
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষক-শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ, চালকদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ প্রদানসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’।
রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। কর্মসূচি ছাড়াও সেখানে তিনি সড়ক নিরাপত্তায় সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনাও দেন।
নিসচা গৃহীত মাসব্যাপী কর্মসূচিগুলো হলো- ২ থেকে ৯ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় রাজধানীসহ সারাদেশে ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইন; ১০ অক্টোবর সংগঠনের ফেনী জেলা কমিটি আয়োজিত চালক প্রশিক্ষণ কর্মশালা; ১২ অক্টোবর রাজশাহী জেলা শাখা আয়োজিত প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ২০০ প্রাইমারী স্কুলের প্রশিক্ষণরত শিক্ষকদের মাঝে সড়ক নিরাপত্তামূলক কর্মশালা; ১৫ অক্টোবর যানবাহনের গতিসীমা (যানবাহন, রাস্তা ও পারিপার্শ্বিক আস্থা বিবেচনায়) নির্ধারণ সংক্রান্ত গোলটেবিল; ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন; ২৩ অক্টোবর দেশব্যাপী স্থানীয় প্রশাসনের সঙ্গে; ২৫ অক্টোবর শরীয়তপুর জেলা শাখা আয়োজিত জেলার ৩০০ প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষককে প্রশিক্ষণ প্রদান এবং জেলার প্রশাসন ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময়; ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কাকরাইল ট্রাফিক মোড়ে নিসচা চেয়ারম্যানের নেতৃত্বে ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইন ও ৩১ অক্টোবর চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে চালক প্রশিক্ষণ কর্মশালায় কেন্দ্রীয় চেয়ারম্যান ও নেতৃবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা। এ ছাড়াও মাসের অন্য দিনে রাজধানীসহ দেশব্যাপী সংগঠনের উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন বলেন, উন্নত দেশগুলো নিরাপদ সড়ক নিশ্চিতে ‘সেইফ সিস্টেম এপ্রোচ’ তথা বহুমুখি পরিবহন, নিরাপদ সড়ক, যানবাহন, ও সড়ক ব্যবহারকারীদের মধ্যে সুফল পেয়েছে। এছাড়াও দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনার আলোকে নিজেদের আইনি ও নীতি কাঠামো প্রণয়ন করে যথাযথ বাস্তবায়নে এর বাস্তবিক উপকারীতা পেয়েছে।
তিনি বলেন, সেইফ সিস্টেম এপ্রোচের উদ্দেশ্য হলো, মানুষ বা সড়ক ব্যবহারকারী ভুল করলেও সড়ক ব্যবস্থাপনা এমন হবে- যার ফলে মানুষকে তার ভুলের সর্বোচ্চ মাসুল অর্থাৎ মৃত্যু বা পঙ্গুত্বের শিকার যেন হতে না হয়। এক্ষেত্রে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ রোড সেইফটি প্রকল্পে যে বরাদ্দ রয়েছে, তা পুরোপুরি সেইফ সিস্টেম এপ্রোচের কাজে ব্যবহার করা প্রয়োজন। এর ফলে সড়কে মানুষের মৃত্যুঝুঁকি কমে। এসময় তিনি সড়কে মৃত্যু কমাতে নতুন আইনি কাঠামো প্রণয়নেরও দাবি জানান।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার গৃহীত মাসব্যাপী কর্মসূচির আহ্বায়ক আজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব লিটন এরশাদ। শোক প্রস্তাব পাঠ করেন নিসচার যুগ্ম মহাসচিব লায়ন গনি মিয়া বাবু। এছাড়া সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিসচার ভাইস চেয়ারম্যান মঞ্জুলী কাজী, বেলায়েত হোসেন খান নান্টু প্রমুখ।
- বিষয় :
- জাতীয় নিরাপদ সড়ক দিবস
- কর্মসূচি
- নিসচা