ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রাজধানীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ০৮:৫২ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ০৮:৫২

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে শহীদ হাওলাদার (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে। তিনি আচারওয়ালা ঘাট এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। 

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আনোয়ার জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম আলমগীর। তারা দুজন মাদকাসক্ত ছিলেন। 

শহীদ হাওলাদারের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায়। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে।

পুলিশ জানায়, মাদক কেনা নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে শহীদকে ছুরিকাঘাত করে আলমগীর। বেলা সোয়া ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মোস্তফা আনোয়ার বলেন, এ হত্যাকাণ্ডের বিষয়ে গ্রেপ্তার আলমগীরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

×