দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১৫:০৩ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১৫:০৩
সমসাময়িক পরিস্থিতি মাথায় রেখে এবারের শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। রোববার ডিএমপি সদরদপ্তরে সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে ডিএমপি সদরদপ্তরে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা-সংক্রান্ত এ সমন্বয় সভা হয়। ডিএমপি কমিশনার এ সভায় সভাপতিত্ব করেন। সভায় সনাতন ধর্মালম্বী নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পূজা উদযাপন পরিষদের নেতা ও টহল পুলিশের প্রয়োজনীয় মোবাইল নম্বর প্রকাশ্যে ঝুলিয়ে রাখতে হবে, যেন যে কোনো সময় যোগাযোগ করা যায়।
কোনো পূজামণ্ডপে সমস্যা আছে কিনা, সে বিষয়ে নিজেই খোঁজ রাখবেন বলে জানান ডিএমপি কমিশনার।
এ ছাড়া প্রতিটি মন্দিরে উন্নত সিসি ক্যামেরা স্থাপন, নির্ধারিত পোশাকে বা দৃশ্যমান আইডি কার্ডে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক রাখা, আজান ও নামাজের সময় বাদ্য বাজানো বন্ধ রাখার অনুরোধ জানানো হয়।
আগামী ১৪ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গোৎসব। ২০ অক্টোবর ষষ্ঠী এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে।