ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

রেললাইনে কানে ইয়ারফোন, প্রাণ গেল এনজিও কর্মকর্তার 

রেললাইনে কানে ইয়ারফোন, প্রাণ গেল এনজিও কর্মকর্তার 

নূর-ই-আলম তৈমুর (ছবি-সংগৃহীত)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩ | ১৫:৩৯

কানে ইয়ারফোন দিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক এনজিও কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সকালে রাজধানীর খিলক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নূর-ই-আলম তৈমুর। তিনি সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের টেকনিক্যাল স্পেশালিস্ট ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর জানান, সকাল সাড়ে ১০টার দিকে তৈমুর খিলক্ষেতের বেপারীপাড়ার বাসা থেকে অফিসের দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ট্রেন আসার সময় পথচারীরা চিৎকার দিয়ে সতর্ক করার চেষ্টা করলেও কানে ইয়ারফোন থাকায় শুনতে পাননি তিনি। 

আরও পড়ুন

×