নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে আটকে গেল বাস, গাড়ি চলাচল বন্ধ

মেট্রোরেল স্টেশনের নিচে আড়াআড়িভাবে আটকে যায় বাসটি (ছবি- সংগৃহীত)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩ | ১০:৫৫ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ | ১০:৫৯
রাজধানীর আগারগাঁওয়ে বিআরটিসির একটি বাস সড়কে আটকে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। সামনে থাকা একটি প্রাইভেটকারকে রক্ষা করতে গিয়ে চালক ব্রেকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি আড়াআড়িভাবে ঘুরিয়ে নেন। এতে সড়কে আটকে যায় বাসটি।
এ ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়লে ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ। বুধবার সকাল সাড়ে আটটার দিকে বাসটি সড়কে আটকে যায়। ফলে পুরাতন বাণিজ্য মেলা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দিক থেকে বিজয় সরণীমুখী গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে।
পৌনে ১০টার দিকে বাসটি সড়ক থেকে সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বিজয় সরণির মেট্রোরেল স্টেশনের নিচে বাসটি আড়াআড়িভাবে আটকে থাকতে দেখা গেছে।
কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) স্টাফদের বহন করা বাসটি চালক মাসুদ রানা জানান, বাসের সামনে একটি প্রাইভেটকার ছিল। ব্রেকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটিকে রক্ষা করতে গিয়ে তিনি বাসটি আড়াআড়িভাবে ঘুরিয়েছেন। এ কারণে বাসটি রাস্তার পাশের গ্রিলে আটকে গেছে।
- বিষয় :
- ভোগান্তি
- যাত্রীবাহী বাস