ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রাজধানীতে কিশোরের রহস্যজনক মৃত্যু

রাজধানীতে কিশোরের রহস্যজনক মৃত্যু

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | ০৫:০৯

রাজধানীর কদমতলীর দনিয়া এলাকায় নাজমুস সাকিব নিলয় (১৬) নামের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে দনিয়া একে স্কুলের এস এস সি পরিক্ষার্থী ছিল।

শুক্রবার রাত সাড়ে দশটায় স্বজনরা আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন।

মৃতের মা নাজনিন আক্তার জানায়, শুক্রবার সন্ধ্যায় বাহিরে খেলাধুলা করতে বের হয়েছিল নিলয়। সেখান থেকে তার কয়েক বন্ধুরা আহত অবস্থায় নিলয়কে সিএনজিতে করে বাসার সামনে রেখে চলে যায়।পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে নিলয় আহত হয় তা জানা যায়নি।

সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই শামসুল আলম বলেন, ছেলেটি দনিয়া বড় বাজার এলাকায় বন্ধু-বান্ধবের সঙ্গে ঘুড়ি উৎসবে ঘুড়ি উড়াতে গিয়েছিল। সেখানে কোথাও থেকে পড়ে গিয়ে বা কারো দ্বারা মারধরে মৃত্যু হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিলয় কুমিল্লার দাউদকান্দি উপজেলার সেলিমুদ্দিনের ছেলে। শরাইল মসজিদ রোড দনিয়ায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো সে।

আরও পড়ুন

×