ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নারী দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন

নারী দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন

ছবি-সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪ | ০৭:৩৭

রাতের শহীদ মিনারে এক ভিন্ন আবহ। মুখরিত হয়ে উঠে শহীদ মিনার প্রাঙ্গণ। ‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’—স্লোগান নিয়ে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচিতে অংশ নিয়ে নারীর সমঅধিকার নিশ্চিতে ‘আঁধার ভাঙার শপথ’ নেন সর্বস্তরের মানুষ। এর আগে নারী নির্যাতনে মৃত সব নারীদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে তারা ১ মিনিট নীরবতা পালন করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, ‘আমরাই পারি’ জোটের প্রধান নির্বাহী জিনাত আরা হক, সংগঠনটির জাতীয় কমিটির সদস্য এমভি আখতার প্রমুখ। এ ছাড়া ঢাবির বিভিন্ন নারী হলের প্রাধ্যক্ষ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান নারীদের প্রতি সমদৃষ্টি দেয়ার। তাগিদ দেন নারী অধিকারে রাষ্ট্রকে আরও বেশি যত্নবান হওয়ার। সেইসাথে নারীদেরও তার অধিকার আদায়ে এগিয়ে আসার কথাও বলেন তারা।

বক্তারা বলেন, আমরা নিজেদের বৈষম্যমূলক আচরণ নিয়ে প্রশ্ন তুলব এবং নারী পুরুষের সমতার লড়াইয়ে জোটবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা নারী পুরুষের সমতার স্বপ্ন ধারণ করব এবং রাষ্ট্র এবং পরিবারে সমান হবো অধিকারে।

আরও পড়ুন

×