সকালে খুলল এক্সপ্রেসওয়ের এফডিসি র্যাম্প, বিকেলে যানজট

এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি র্যাম্প রাজধানীর এফডিসির সামনে এসে নেমেছে। প্রথম দিন বুধবার ওই এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ছবি: সাজ্জাদ নয়ন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৪ | ২৩:৪৩ | আপডেট: ২০ মার্চ ২০২৪ | ২৩:৪৪
এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসিসংলগ্ন র্যাম্প গতকাল বুধবার চালু হয়েছে। বেলা ১১টার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের র্যাম্পটি উদ্বোধন করেন। দুপুর পর্যন্ত গাড়ির চাপ না থাকলেও বিকেলে তীব্র যানজট দেখা দেয়।
নতুন চালু হওয়া র্যাম্পটি সড়কে মিলেছে এফডিসি গেট পেরিয়ে। মগবাজার, হাতিরঝিল, তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজারগামী গাড়ি নামছে এই র্যাম্প দিয়ে। এতদিন এসব এলাকায় যেতে ফার্মগেট নেমে মানিক মিয়া অ্যাভিনিউ ঘুরে আসতে হতো।
গতকাল বিকেল ৪টার দিকে দেখা যায়, এফডিসি মোড় থেকে র্যাম্পের পুরোটায় গাড়ির দীর্ঘ সারি। এফডিসি মোড় পর্যন্ত গাড়ির চাপ তৈরি হয়েছে। এর প্রভাবে তেজগাঁও-পান্থপথ লিঙ্ক রোডজুড়ে যানজট দেখা দেয়। ইফতারের আগ পর্যন্ত ছিল এ যানজট।
এর আগে উদ্বোধন অনুষ্ঠানে ওবায়দুল কাদের দাবি করেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ১২ বছরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি কাজ হয়েছে। তিনি বলেন, ‘১২ বছরে কি আমরা কম কাজ করেছি? সারাদেশে আজ কত ফ্লাইওভার! কত ফোর লেন! সমতল থেকে পাহাড়ে– রাস্তা আর রাস্তা। সীমান্ত সড়ক পর্যন্ত হচ্ছে। ১২ বছরের কথা এনে অপবাদ দিচ্ছেন কেন? ১২ বছরে বাংলাদেশে এই মন্ত্রণালয়ে যে কাজ হয়েছে, মেগা প্রকল্প হয়েছে, আর কোথাও হয়েছে? তাহলে কেন অপবাদ দিচ্ছেন!’
পুরো পথ চালু হতে কত দিন লাগবে? ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে কবে যুক্ত হবে? এসব প্রশ্নে মন্ত্রী বলেন, এ বছর বোধ হয় সম্ভব হবে না।
বাড়তি সময় কেন লাগছে? প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, কাজের গতির বিষয়ে প্রশ্ন করা উচিত নয়। পদ্মা সেতু করেছি, মেট্রোরেল করেছি। এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে অংশ চালু হয়েছে, তার জন্য দিন-রাত পরিশ্রম করেছে সংশ্লিষ্ট সবাই। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কিছু জটিলতাও আছে। যন্ত্রপাতি-যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রেও কিছু সমস্যা আছে। অবহেলায় বাড়তি সময় লাগছে না।
রমজানে তীব্র যানজট হচ্ছে রাজধানীতে। এ প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ইফতারের পর তো যানজট থাকে না! যানজট একটা সময়ে থাকবেই। ঈদ এলে ভিড় হয়। আর রোজায় যানজট কোনো কোনো সময় হয়, সব সময় হয় না।
রাজধানীর গণপরিবহনে লক্কড়ঝক্কড় বাস সরকারের গাফিলতিতে চলছে কিনা– প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, এখানে গাফিলতির কী আছে? আমি গাড়ি রং করব নাকি? লক্কড়ঝক্কড় বাস যখন বন্ধ করব, তখন সাংবাদিকরা সবার আগে বিক্ষোভ দেখাবেন। তারাই বলবেন, রাস্তায় হাজার হাজার মানুষ– গাড়ি নেই, গণপরিবহন নেই। এটা করলেও দোষ, ওটা করলেও দোষ।
গত বছরের ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ উদ্বোধন করেন। ১৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ উড়াল সড়কের ১১ কিলোমিটার চালু হয় সে সময়। ৩১ র্যাম্পের ১৬টি চালু হয়। গতকাল দেড় কিলোমিটার দীর্ঘ এফডিসি র্যাম্প চালু হলো। ওবায়দুল কাদের বলেন, এটি নগরবাসীর জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতু সচিব মনজুর হোসেন, সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার।
- বিষয় :
- যানজট
- যানজট নিরসন