ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত শিশু

কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত শিশু

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪ | ০৪:৩৮

রাজধানীর ডেমরা এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে মাহিনুর আক্তার নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। চারটি কুকুরের কামড়ে শিশুটির মুখমণ্ডল ও মাথা ক্ষতবিক্ষত হয়ে গেছে। 

রোববার দুপুরে ডেমরা বক্সনগর আলফালা স্কুলের পাশে এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, অটোরিকশা চালক মতিউর রহমান ও কুলসুম বেগমের দুই সন্তানের মধ্যে ৫ বছরের মাহিনুর ছোট। তারা স্কুলের পাশে একটি ভাড়া বাসায় থাকেন।

মতিউর রহমান জানান, দুপুরে বাসার সামনে গেটের পাশে দাঁড়িয়ে ছিল মাহিনুর। হঠাৎ চারটি বেওয়ারিশ কুকুর তাকে আক্রমণ করে। একটি কুকুর তার মাথায় কামড় দিয়ে ধরে রাখে। বাকিগুলো মুখে কামড়াতে থাকে। তার চিৎকারে লোকজন ছুটে আসেন। এক পর্যায়ে তারা কুকুরগুলোকে তাড়িয়ে দেন। কুকুরের আঁচড় ও কামড়ে তার মুখমণ্ডলে বড় বড় ক্ষত হয়েছে। ডান চোখের পাতায় কামড়ের দাগ রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, কুকুরের কামড়ে শিশুটির মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেছে। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, মেয়েটির মুখ ও মাথার মাংস ছিন্নভিন্ন হয়ে গেছে। তার অবস্থা গুরুতর।


 

আরও পড়ুন

×