মৃত্যু বেড়ে ৩
বাসাবোতে ১১ তলা থেকে পড়ে আহত শ্রমিকও মারা গেলেন

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৪ | ১৫:২০ | আপডেট: ১৭ মে ২০২৪ | ১৫:৫৩
রাজধানীর বাসাবো এলাকায় ১১ তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকের মৃত্যু হয়েছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান। এর আগে সকালে মায়াকানন মসজিদ এলাকায় এ ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন, আলতাফ হোসেন (৪০), অন্তর (২৫) ও মফিজুল ইসলাম (২০)।
সবুজবাগ থানার ওসি প্রলয় কুমার সাহা সমকালকে বলেন, ‘নির্মাণাধীন ভবনটিতে কাজ করছিলেন শ্রমিকরা। সকাল সাড়ে ৯টার দিকে কোনো কারণে তাদের তিনজন নিচে পড়ে যান। সঙ্কটাপন্ন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। কী কারণে, কীভাবে ঘটনাটি ঘটেছে তা জানার চেষ্টা চলছে। এক্ষেত্রে কারও দায় থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।’
সবুজবাগ থানার ডিউটি অফিসার এসআই রুবিনা জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পাওয়া যায়, বাসাবোর মসজিদ এলাকায় তিনজন ভবন থেকে পড়ে গেছেন। তাদের অবস্থা সংকটাপন্ন। এরপর সবুজবাগ থানা পুলিশ সেখানে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।