ঢামেক থেকে নবজাতক চুরির অভিযোগ

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুন ২০২৪ | ১৯:৪৭
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) একটি ওয়ার্ড থেকে নবজাতক চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং শাহবাগ থানা পুলিশ।
শিশুটির বাবা শরিফুল ইসলাম জানান, গত সোমবার রাতে সাভারের কালামপুর থেকে তারা ঢাকা মেডিকেলে আসেন। সেখানে স্ত্রী সুখী আক্তারকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে সুখী যমজ কন্যাসন্তানের জন্ম দেন। বড় মেয়ের গায়ে জ্বর আসায় শয্যার পাশে থাকা এক নারীর কাছে তাকে রেখে ওষুধ কিনতে যান শরিফুল। পরে ওয়ার্ডে ফিরে দেখেন, সেই নারী ওয়ার্ডে নেই। শিশুটিকেও পাওয়া যায়নি। পরে বিষয়টি আনসার ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়।
নবজাতকের দাদি হাসিনা বেগম জানান, সবুজ রঙের বোরকা পরা এক নারী ২১২ নম্বর ওয়ার্ডে প্রবেশপথের বারান্দায় এসে তার সঙ্গে গল্প জুড়ে দেয়। একপর্যায়ে তাদের বাবার কোল থেকে একটি সন্তান নিয়ে পালিয়ে যায়।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, বিষয়টি জানার পর দ্রুত শাহবাগ থানা পুলিশকে জানানো হয়। এরপর নবজাতকের বাবাকে ঘটনাস্থলে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাসপাতালের লেবার ওয়ার্ডে ভূমিষ্ঠ হওয়া একটি নবজাতককে স্বজনরা খুঁজে পাচ্ছেন না। আমরা হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখার পাশাপাশি পুলিশ প্রশাসন ও অন্য সবাই এ বিষয়ে কাজ করছে। বিস্তারিত পরে জানানো যাবে।
- বিষয় :
- নবজাতক চুরি