ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

খিলক্ষেত থানায় আত্মহত্যার চেষ্টা আসামির

খিলক্ষেত থানায় আত্মহত্যার চেষ্টা আসামির

খিলক্ষেত থানা। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৪ | ২৩:০১

রাজধানীর খিলক্ষেত থানার হাজতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন আরিফ হোসেন নামে এক যুবক। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে আরিফকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খিলক্ষেত থানার ওসি হুমায়ুন কবির সমকালকে বলেন, আরিফ চিহ্নিত মাদক কারবারি। গত সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর রাখা হয় থানা হাজতে। সেখানে তিনি পরনের প্যান্ট খুলে হাজতের লোহার দরজার সঙ্গে ফাঁস নেওয়ার চেষ্টা চালান। বিষয়টি অন্য আসামি ও দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দেখতে পান। তখনই তাঁকে আটকানো হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি সুস্থ আছেন।

এদিকে আরিফের স্ত্রী পান্নার অভিযোগ, তাঁর স্বামীকে তুলে নিয়ে ইয়াবা দিয়ে ফাঁসিয়েছে পুলিশ। তিনি এক সময় পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ওসি বলেন, এ অভিযোগের কোনো ভিত্তি নেই। মাদকসহ তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে।


 

আরও পড়ুন

×