ছুটি শেষে ঢাকায় ফিরেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ছাত্রলীগ নেতাসহ দুজনের

পাঁচ ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় দুই তরুণের মৃত্যু হয়। ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৪ | ০১:২৫ | আপডেট: ২৪ জুন ২০২৪ | ২০:৪৯
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় পাঁচ ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় দুই তরুণের মৃত্যু হয়েছে। ঈদের ছুটি শেষে রোববার ঢাকায় ফিরেই প্রাণ হারানো দুজন হলেন– এসএম তানজিম জয় (২৬) ও মাহামুদুল হাসান (৩০)।
তানজিম ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক। নিহত মাহমুদুল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির এসআই তারা মিয়া জানান, তানজিমের বাড়ি মৌলভীবাজারের দর্জিমহল এলাকায়। রোববার ভোর সাড়ে ৫টার দিকে ক্যান্টেমেন্ট রেল স্টেশন ও কুড়িল বিশ্বরোড এলাকার মাঝামাঝি রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বলাকা কমিউটার ট্রেনে নিচে কাটা পড়ে মারা যান তিনি।
তিনি বলেন, মাহমুদুল হাসানের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামে। রোববার সকাল সোয়া ১০টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় কানে এয়ারফোন লাগিয়ে রেললাইন পার হচ্ছিলেন তিনি। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মারা যান মাহমুদুল।
- বিষয় :
- রাজধানী
- নিহত
- ট্রেনের ধাক্কায় নিহত
- ছাত্রলীগ