ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কোটা আন্দোলন পুঁজি করে বিএনপি-জামায়াত তাণ্ডব চালিয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

কোটা আন্দোলন পুঁজি করে বিএনপি-জামায়াত তাণ্ডব চালিয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪ | ২২:০৯

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যারা দেশে তাণ্ডব চালিয়েছে, তারা কখনো ছাত্র হতে পারে না। তারা ছিল বিএনপি-জামায়াত রাজাকারের দল, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। তাদের কার্যকলাপে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাজধানীর বনানী বিমানবন্দর সড়কে অবস্থিত বিআরটিএ ভবন পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বিআরটিএ ভবনে প্রবেশের পর বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন। এ সময় সাবেক মন্ত্রী ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রমসহ মুক্তিযোদ্ধারা ও বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১৮ জুলাই দুষ্কৃতকারীরা বিআরটিএ ভবনে ঢুকে যানবাহন, মোটরসাইকেল, বিভিন্ন শেড ও কক্ষ তছনছ করে এবং আগুন ধরিয়ে দেয়। তারা ভবন থেকে সরকারি সম্পত্তি লুট করে।

আরও পড়ুন

×