ঢাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি
বক্তব্য দেওয়ায় উপদেষ্টাদের সচেতন হতে হবে : হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে বক্তব্য দেন সমন্বয়ক আবু বাকের মজুমদার। সোমবার ঢাবির রাজু ভাস্কর্যের সামনে সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪ | ০১:৪৩ | আপডেট: ১৩ আগস্ট ২০২৪ | ১০:১২
গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে– এমন আশঙ্কা প্রকাশ করে শিক্ষার্থীদের পক্ষ থেকে ১৫ আগস্ট রাজপথে থাকার ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের আসামি করে মামলা করার মাধ্যমে বিচার নিশ্চিত করতে তারা দাবি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘শেখ হাসিনার বিচার ও ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি বন্ধের’ দাবিতে সমাবেশে রাজপথে থাকার ঘোষণা দেওয়া হয়।
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অ্যালায়েন্স দেশের কল্যাণ কামনায় আজ মঙ্গলবার সারাদেশে রোজা পালন ও প্রার্থনা কর্মসূচি ঘোষণা করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশে শিক্ষার্থীরা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সচেতন হওয়ার আহ্বান জানান। খুনিদের পুনর্বাসন করার ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা খুনিদের পুনর্বাসনের জন্য পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়ছেন তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে আপনারা উপদেষ্টা হয়েছেন। খুনিদের পুনর্বাসনের কোনো ধরনের চিন্তা করবেন না। রক্তের দাগ এখনও শুকায়নি, আহতরা কাতরাচ্ছে। ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগের দখলদারিত্বের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছেন মন্তব্য করে হাসনাত বলেন, দখলদারিত্বের রাজনীতির পুনর্বাসন করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, ‘কিছু গণমাধ্যম ফ্যাসিবাদকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আহ্বান জানাই, আপনারা জনগণের কাতারে নেমে আসুন।’
সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘৫ আগস্ট দেশ থেকে স্বৈরাচার তাড়ানোর পর ৬ আগস্ট থেকে কিছু কুচক্রী মহল ক্যু করার চেষ্টা করছিল। আমরা ছাত্র-জানতা তা দমন করি। এর পর সর্বশেষ বিচার বিভাগীয় ক্যু করার চেষ্টা করলে তা রুখে দিতে সক্ষম হয়েছি। বিপ্লব নস্যাৎ করতে এখনও একটি মহল ক্যু করার ষড়যন্ত্র করছে। তাদের পরিকল্পনা সফল হতে দেব না।’
ডাকসুর সাবেক সমাজসেবাবিষয়ক সম্পাদক আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ পরাজিত শক্তি। তারা নানা কূটকৌশল করছে, কোনোভাবে ১৫ আগস্ট ক্যু করার পরিকল্পনা সফল হতে দেব না।’
প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্সের কর্মসূচি
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অ্যালায়েন্স গতকাল বেশ কিছু নির্দেশনাসহ কর্মসূচি ঘোষণা করেছে। এক বিবৃতিতে তারা সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্রুত ঢাকায় ফেরার আহ্বান জানান। আজ মঙ্গলবার দেশের কল্যাণ কামনায় সারাদেশে মুসলমানদের জন্য রোজা পালন এবং হিন্দুদের জন্য মন্দিরে বিশেষ পূজা কর্মসূচি ঘোষণা করেন তারা। একই সঙ্গে বৌদ্ধ ও খ্রিষ্টানদের প্রতি প্রার্থনা কর্মসূচি পালনের আহ্বান জানান। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা শেখ হাসিনার বিচারের দাবিতে আগামী ১৫ আগস্ট শিক্ষার্থীরা সারাদেশে রাজপথে অবস্থান করবেন বলে জানান তারা। পাশাপাশি অ্যালামনাইরা বিদেশে বিশ্বের সব গুরুত্বপূর্ণ শহরে আন্তর্জাতিকভাবে বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে জানানো হয়।