ইন্টারকন্টিনেন্টালের এমডির পদত্যাগসহ ১৪ দাবি কর্মচারীদের

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ১৬:৪৭ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ | ১৭:১৪
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আতিকুর রহমানসহ দুর্নীতিবাজ কর্মকর্তা ও তাদের সিন্ডিকেটের দ্রুত অপসারণসহ ১৪ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন শ্রমিক-কর্মচারীরা।
রোববার রাজধানীর শাহবাগে হোটেলটির প্রধান ফটক আটকে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনকারীরা বলেন, হোটেলের এমডি নারী শ্রমিকের প্রতি অসৎ আচরণের দায়ে অভিযুক্ত। তার একের পর এক ‘ডিসকাউন্ট’-এর কারণে ব্যবসা ক্ষতির সম্মুখীন হয়েছে। এ ছাড়া বিদেশি ম্যানেজার হোটেলে না থেকে গুলশানে ২ লাখ টাকা ভাড়ার অ্যাপার্টমেন্ট থাকেন। তিনি অনেককেই অন্যায়ভাবে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এবং জোরপূর্বক চাকরিচ্যুত করেছেন।
- বিষয় :
- ইন্টারকন্টিনেন্টাল
- পদত্যাগ
- পদত্যাগের দাবি