সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন পাসের দাবি

ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪ | ২১:৩৫
‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ-বৈঠকের ওপর নির্ভর করছে।অন্তর্বর্তীকালীন সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ এই বিষয়ে উপদেষ্টা কমিটি গঠন করবে এবং তাদের মতামত ও পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য সেবা বিভাগ পরিমার্জিত খসড়াটি পুনরায় উপদেষ্টা পরিষদ-বৈঠকে উপস্থাপন করবে। এটি দ্রুত আইন হিসেবে পাস করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে আশু প্রয়োজনীয়তা শীর্ষক বিশেষ আলোচনাসভায় এ সব কথা উঠে এসেছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় ঢাবির কলা অনুষদের শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী সভাকক্ষে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পূয়র-ডব়্প'র কারিগরি সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) এই সভার আয়োজন করে।
সভায় ধূমপানের নির্দিষ্ট স্থান বিলুপ্তি, তামাক পণ্যের প্রদর্শন ও কোম্পানির কার্যক্রম নিষিদ্ধ, তামাক পণ্যের খুচরা ও খোলা বিক্রয় বন্ধ এবং সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করাসহ ৬টি প্রস্তাব তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ও সমন্বয়ক আব্দুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, তামাকের সহজলভ্যতার কারণে এটির প্রসার হচ্ছে। আমরা দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিসহ প্রচলিত সকল স্থানে তামাকের বিক্রি নিষিদ্ধ করে এটিকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসব।
- বিষয় :
- ধূমপান
- তামাক নিয়ন্ত্রণ আইন