ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখছে বেতার: তথ্যমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ- পিআইডি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৯:৪৪
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সামাজিক, মানবিক ও পারিবারিক মূল্যবোধ রক্ষায় বেতারের গুরুত্ব অপরিসীম। বর্তমান সরকার দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত ডিজিটাল বাংলাদেশ নির্মাণে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রেও বাংলাদেশ বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী 'এবিইউ রেডিও এশিয়া কনফারেন্স অ্যান্ড রেডিও সং ফেস্টিভ্যাল' উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তথ্য সচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও এবিইউর সেক্রেটারি জেনারেল জাভেদ মোত্তাগি। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল।
বাংলাদেশ বেতার ও এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের (এবিইউ) এ উৎসবে সহযোগিতা করছে বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশে এই প্রথমবারের মতো এমন একটি সম্মেলন হচ্ছে। সম্মেলনের প্রতিপাদ্য 'রেডিও অল অ্যারাউন্ড আস :মোর দ্যান জাস্ট অ্যা মিডিয়াম'।
তথ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রেডিওর গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। স্বাধীনতা যুদ্ধকালে মুক্তিকামী বাঙালির রেডিও সম্প্রচার কেন্দ্র ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এই বেতার কেন্দ্র স্বাধীনতা সংগ্রাম ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা সম্প্রচার করার পাশাপাশি দেশের মাটিতে যুদ্ধে অংশ নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বিশেষ অতিথি তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, এই প্রথমবারের মতো বাংলাদেশে এবিইউ রেডিও এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিশেষজ্ঞরা এমন একটি দেশকে দেখতে পাবে, যে দেশ আজ ডিজিটাল রূপান্তরের সব চ্যালেঞ্জ গ্রহণ করে একটি মাল্টিমিডিয়া ও মাল্টিপ্ল্যাটফর্ম সমৃদ্ধ তথ্যজগৎ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে।
সম্মেলনে কানাডা, অস্ট্রেলিয়া, নিউলিজ্যান্ড, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, মিসর, রোমানিয়া, তুর্কমেনিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, ভিয়েতনাম, নেপালসহ ২২টি দেশের ২১২ জন রেডিও এবং গণমাধ্যম ব্যক্তিত্ব অংশ নিচ্ছেন। ৬২ বিদেশি প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করছেন। সম্মেলনস্থলে রয়েছে প্রাচীন রেডিও সেট, কমিউনিটি রেডিও কার্যক্রম ও বাংলাদেশ বেতারের গৌরবময় ইতিহাসের প্রদর্শনী।