শাহজালাল বিমানবন্দরে মোবাইল চোর আটক

আটক মো. রাজ্জাক।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪ | ২২:৫১ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ | ২২:৫১
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মো. রাজ্জাক নামে এক মোবাইল চোরকে আটক করেছে আনসার সদস্যরা। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কান্দিপাড়া গ্রামে।
বুধবার রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক মো. আশিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ সকাল ১১টার দিকে বিমানবন্দরে দায়িত্ব পালন করা সময় চোর চক্রের সদস্য মো. রাজ্জাককে হাতেনাতে আটক করে ঢাকা মহানগর আনসার উত্তর জোনের সদস্যরা। পরে তাকে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।