ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চাঁদা আদায় বন্ধে হরতাল পালন ব্যবসায়ীদের 

চাঁদা আদায় বন্ধে হরতাল পালন ব্যবসায়ীদের 

ইজারার নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে বন্ধ দোকানপাট

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫ | ২১:৩৩ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ | ২১:৪১

রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজারে ইজারার নামে ব্যবসায়ীদের কাছ থেকে যুবদল নেতার চাঁদা আদায় বন্ধের দাবিতে হরতাল পালন করেছেন কাচাঁবাজারের শতশত ব্যবসায়ী। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান বন্ধ রেখে তারা এই কর্মসূচি পালন করেন। 

ইজারার নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে আইনশৃঙ্খলা বাহিনী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসকের হস্তক্ষেপ  কামনা করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন। 

জানা গেছে, ডিএসসিসির সাবেক মেয়র ফজলে নূর তাপসের আমলে দেওয়া ‘অবৈধ’ ইজারা বর্তমান সরকার বাতিল করলেও স্থানীয় যুবদল নেতা ‘লাকী বাহিনী’ তা চালু রেখেছেন। লাকীর এই চাঁদাবাজির প্রতিবাদে মৌলভীবাজার কাঁচাবাজারের সামনে হরতালের সমর্থনে মানববন্ধন ও বিক্ষোভ চলে সারাদিন। 

ইজারার নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার কাচঁবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বশির আহমেদ গতকাল কাচঁবাজারের সামনে সমাবেশে বলেন, মৌলভীবাজার কাঁচাবাজারে ৫শ‘র অধিক ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়ী ইজারাদার নামধারী চাঁদাবাজদের হাতে জিম্মি। চাঁদাবাজি বন্ধ না হলে হরতাল অনির্দিষ্ট কালের জন্য চলবে। 

কাচঁবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাশেম মোল্লা বলেন, দেশের বৃহৎ এই কাচাঁবাজারে দলীয় নাম ব্যবহার করে চাঁদাবাজি চলছে। আমরা চাঁদাবাজমুক্ত বাজারের দাবিতে এই হরতাল পালন করছি।

 

 

আরও পড়ুন

×