ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ছয় খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন করলেন ৩ উপদেষ্টা

ছয় খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন করলেন ৩ উপদেষ্টা

খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিন উপদেষ্টা। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৫৯ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬:১২

মিরপুর-১৩ নম্বর সেকশনের ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির আওতায় আজ রোববার ছয়টি খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান ছিল। এতে অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। ভাসমান এস্কেভেটরে উঠে তারা খনন কাজ উদ্বোধন করেন।

এই তিন উপদেষ্টা হলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

খাল সংস্কারকাজ শুরুর জন্য রূপসী প্রো-অ্যাকটিভ ভিলেজ আবাসিক এলাকার বাউনিয়া খালসংলগ্ন রাস্তায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান শেষে তিন উপদেষ্টাসহ অন্য কর্মকর্তারা বাউনিয়া খালের পাড়ে যান। এর আগেই খালে একটি ভাসমান খননযন্ত্র (ফ্লোটিং এক্সকাভেটর) এনে সেখানে রাখা হয়। খালের পাড় থেকে ওই ভাসমান খননযন্ত্রে যেতে অস্থায়ী একটি পথ তৈরি করা হয়। ওই পথে বিছানো ছিল লাল রঙের একটি কার্পেট। তিন উপদেষ্টাসহ অন্য কর্মকর্তারা ওই পথে হেঁটে খালে থাকা ভাসমান খননযন্ত্রের ওপরে যান। 

উপদেষ্টারা খননযন্ত্রে ওঠার পর যন্ত্রটি চালু করে খালের খননকাজের উদ্বোধন করা হয়। উপদেষ্টাদের নিয়ে খাল থেকে কয়েকবার যন্ত্রের সাহায্যে খনন করা মাটি পাড়ে ফেলা হয়। খননকাজ শুরু করে দেওয়ার পর তিন উপদেষ্টাসহ অন্যরা খননযন্ত্র থেকে পাড়ে নেমে যান।

এ সময় তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ‘আগের মেয়ররাও এমন হাঁকডাক দিয়ে খাল উদ্ধারে নামতেন, সেখানে হয়তো লালগালিচা থাকত না। কিন্তু আজকে দেখলাম আপনারা খালেই নামলেন লালগালিচার ওপর দিয়ে।’ সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‌আমি ওটা (লাল গালিচা বিছানো) খেয়াল করিনি, হয়তো আপনি সেটা খেয়াল করেছেন।’

আরেক প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন, ‘আগে খাল উদ্ধার হয়নি, কিন্তু এখন আবার এই কার্যক্রম হাতে নিয়ে লাভ কী? এমনটা মনে হলে আমরা করবোটা কী? আমাদের ৮ মাস কিংবা ১৪ মাসে পুরোটা করা সম্ভব হবে না, কিন্তু শুরুটা তো করে দিতে পারি।’

 

 

আরও পড়ুন

×