ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৫ | ১৭:৫৮

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় লোকমান প্রধানিয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। তিনি মেরুল বাড্ডার একটি বেকারিতে কাজ করতেন।

লোকমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আব্দুল্লাহ নোমান নামে এক পথচারী। তিনি জানান, এফডিসি রেলগেট সংলগ্ন এলাকায় দুপুর ১২টার দিকে রেললাইন পার হচ্ছিলেন ওই ব্যক্তি। তখন কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের শ্যালক তারেক পাটোয়ারী জানান, লোকমান মেরুল বাড্ডা এলাকায় থাকতেন। তার বাড়ি চাঁদপুর সদরের লালদিয়া গ্রামে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। আজ সকালে মগবাজারে একটি কাজে এসে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঘটনাস্থল ঢাকা রেলওয়ে থানার আওতায় হওয়ায় বিষয়টি তাদের জানানো হয়েছে। তারা পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।

আরও পড়ুন

×