ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

অটোরিকশা নিষিদ্ধের দাবি

রাজধানীতে ধর্মঘটের ডাক দিলেন সিএনজি অটোরিকশার মালিকরা

রাজধানীতে ধর্মঘটের ডাক দিলেন সিএনজি অটোরিকশার মালিকরা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৫ | ২০:০৯ | আপডেট: ০৭ মে ২০২৫ | ২১:১৭

রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ না করলে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ ঘোষণা দেয় সংগঠনটি। বিক্ষোভ মিছিল কর্মসূচিও পালন করে এই সংগঠনের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ বাহন। এতে অনেক আহত ও নিহতের ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে সরকার রাজধানীর প্রধান সড়ক ও হাইওয়েতে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ না করলে ১৩ ও ১৪ মে সিএনজি অটোরিকশা বন্ধ রেখে ধর্মঘট পালন করা হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।

মাননবন্ধনে উপস্থিত ছিলেন, সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের আহ্বায়ক মো. বরকত উল্লাহ ভুলু, যুগ্ম আহ্বায়ক মো. মোতালেব হোসেন, সদস্যসচিব এটিএম নাজমুল হাসান প্রমুখ।
 

আরও পড়ুন

×