আ'লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে উল্লাস

ইন্টারকন্টিনেন্টাল মোড়ে জনতার উল্লাস। ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৫ | ০০:৫৭
বিচার পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে উল্লাসে ফেঁটে পড়েছেন জনতা।শনিবার রাত ১১টার দিকে নিষিদ্ধের ঘোষণা আসায় আন্দোলনকারীরা ‘নিষিদ্ধ, নিষিদ্ধ’ স্লোগানে উল্লাস প্রকাশ করেন। অনেককে ভি চিহ্ন দেখাতে দেখা যায়। তবে অনেকে বলছিলেন, ঘোষণাপত্র ছাড়া জনতা মাঠ ছাড়বে না।
এনসিপির সংগঠক হামজা মাহবুব বলেন, আমাদের দাবি তিন দফা। তিন দফা দাবি আদায় না হওয়া ছাড়া আমাদের কোনো আনন্দ ও প্রতিক্রিয়া নেই।
নজরুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, আওয়ামী লীগ যেভাবে ছাত্রদের ওপর গণহত্যা চালিয়েছিল, তাতে আর তারা রাজনীতি করার যোগ্য না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটি সঠিক। তাদের আর কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া উচিত হবে না। আর বাকি দাবিগুলোও মেনে নেওয়া উচিত।
- বিষয় :
- আওয়ামী লীগ
- নিষিদ্ধ