দিনভর শাহবাগ অবরোধ জুলাইয়ে আহতদের

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাসহ তিন দাবিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা শনিবার রাত থেকে রাজধানী ঢাকার শাহবাগে অবস্থান করেন। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও রাত ১০টার দিকে সরে যান তারা। রোববার বিকেলে তোলা সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১২ মে ২০২৫ | ০১:২৫
রাজধানীর শাহবাগে দিনভর অবরোধের পর রাতে তা প্রত্যাহার করেছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের একটি দল। গতকাল রোববার রাত ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয় বলে জানান আহত আরমান আহমেদ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে রোববার দিনভর শাহবাগে মঞ্চ স্থাপন করে অবরোধ করে রাখেন তারা।
এর আগে শনিবার সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর রাত সাড়ে ৩টার দিকে হাসনাত আবদুল্লাহ একে ইতিবাচক অভিহিত করে আন্দোলন স্থগিত করে শাহবাগ ত্যাগ করেন। হাসনাত বলেন, সোমবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হবে। প্রজ্ঞাপন জারি হলে আনন্দ মিছিল হবে বলে ঘোষণা দেন তিনি।
তবে রোববার সকাল থেকে আহতদের একটি দল শাহবাগ মোড়ে অবস্থান নেয়। তাদের অবরোধ কেন্দ্র করে কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড় ও মৎস্য ভবন মোড় থেকে শাহবাগমুখী সড়ক বন্ধ রাখা হয়। তারাও শাহবাগ মোড়ের চতুর্দিকে ব্লকেড দিয়ে রাখেন।
সরেজমিন দেখা যায়, অ্যাম্বুলেন্স ছাড়া কাউকে যেতে দেওয়া হচ্ছে না। গাড়িগুলো কাঁটাবন মোড়, হেয়ার রোড হয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড় ও মৎস্য ভবন মোড় দিয়ে চলাচল করছে। এই সড়কগুলোতে ব্যাপক যানজট দেখা গেছে।
রোববার সন্ধ্যায় শাহবাগে আহত মোহাম্মদ রুবায়েত হাসান বলেন, আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আমরা জুলাইয়ে যে যুদ্ধ করেছি, জুলাই সনদের মাধ্যমে জুলাইয়ের স্বীকৃতি দিতে হবে। যারা আহত-পঙ্গু, এদের চিকিৎসা এবং পুনর্বাসন করতে হবে।
আহতদের আন্দোলনে নেতৃত্বদানকারী মোহাম্মদ আরমান বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের তিন দফা দাবি মেনে না নিয়ে প্রজ্ঞাপন জারি হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকব। আমরা এর আগেও আশ্বাস পেয়েছি, তবে পরে সেটি বাস্তবায়িত হয়নি।
আন্দোলনরত আহত কামরুল হাসান বলেন, আমি নিউমার্কেটে ৪ আগস্ট আহত হয়েছি। আমরা হাসনাতের সঙ্গে সংহতি জানিয়ে গত তিন দিন ধরে আছি, আজও থাকব। হাসনাত তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় চলে গেছে। তবে আমাদের দাবি বাস্তবায়িত না হওয়ায় আমরা এখানে অবস্থান নিয়েছি। আমরা কোনো প্ল্যাটফর্মে এখানে জড়ো হইনি। হাসনাতের সঙ্গে আহত যারা আন্দোলনে এসেছিলেন, তারাই এখানে রয়েছি।
- বিষয় :
- শাহবাগ মোড় অবরোধ