ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আলোচনায় বিশিষ্টজন

পানি-স্যানিটেশন খাতে টেকসই বাজেট বরাদ্দ দিতে হবে

পানি-স্যানিটেশন খাতে টেকসই বাজেট বরাদ্দ দিতে হবে

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৫ | ২৩:১৫

আসন্ন অর্থবছরের জাতীয় বাজেটে স্থানীয় সরকার ও পানি-স্যানিটেশন খাতে ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বরাদ্দের দাবি জানিয়েছেন বিশিষ্টজন। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তারা এ দাবি জানান। উন্নয়ন সংস্থা ডর্প এ আয়োজন করে। সার্বিক সহযোগিতায় ছিল ‘হেলভেটাস বাংলাদেশ’।

ডর্প-এর চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে এবং উপনির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য ডা. আবু মোহাম্মদ জাকির হোসেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান, ব্যাংক সংস্কার টাস্কফোর্সের সদস্য সাব্বির আহমেদ প্রমুখ। 

অনুষ্ঠানে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর এবং ডর্প-এর প্রতিষ্ঠাতা ও সিইও এ এইচ এম নোমান। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অংশীজন আলোচনায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদভিত্তিক জনপ্রতি বাজেট বরাদ্দ বাড়ানো জরুরি, যাতে প্রত্যন্ত অঞ্চলের জনগণ নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা নিতে পারেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বাজেট ব্যবহারে দক্ষতা বাড়ানোর পাশাপাশি জেলা পর্যায়ে বাজেট সংলাপ আয়োজনের মাধ্যমে জনগণের বাস্তব চাহিদা বাজেটে প্রতিফলিত সম্ভব।

মূল প্রবন্ধে মাহফুজ কবীর দেশের পানি ও স্যানিটেশন খাতে সঠিক বাজেট বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা বলেন, সিটি করপোরেশনগুলোতে বাজেট বাড়লেও গ্রামীণ এলাকায় সে তুলনায় বরাদ্দ আশানুরূপ নয়। এই বাজেট বৈষম্য দূর করে সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাজেট নিশ্চিত করতে হবে। এ সময় তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশেষ করে উপকূলীয় জেলাগুলোর জন্য পানি ও স্যানিটেশন অবকাঠামো উন্নয়নে পর্যাপ্ত ও ন্যায্য বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান তারা।

আরও পড়ুন

×