মিরপুর বেড়িবাঁধের ১০০ একর জমি দখলমুক্ত

ঢাকার মিরপুর বেড়িবাঁধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২৫ | ০২:১১
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় যৌথ অভিযানে ১০০ একর দখল হওয়া সরকারি জমি উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৯টায় এই অভিযান শুরু হয়ে বিকেল সোয়া ৫টা পর্যন্ত চলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), জেলা প্রশাসন, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সহযোগিতায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য অধিগ্রহণ করা জমি (মিরপুর বেড়িবাঁধ) থেকে অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ চলাকালীন মাইশা কনস্ট্রাকশন লিমিটেড, করিম রেডিমিক্স, এবিসি রেডিমিক্স, শেল, সাদী ফিলিং, জ্যাক বাংলাদেশ, পাথ বিল্ডার্স, আমিন মোহাম্মদ গ্রুপ, ঢাকা বোট ক্লাব, তুরাগ রিক্রিয়েশন সেন্টার, এনডিই রেডিমিক্স প্লান্ট-২ সহ বিরুলিয়া এলাকার অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়।