রাজউক পরিদর্শকের ৩৬ ফ্ল্যাট
৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমার নির্দেশ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ১৮:২১ | আপডেট: ০৩ জুন ২০২৫ | ১৮:২৩
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তৃতীয় শ্রেণির এক কর্মচারীর ৩৬টি ফ্ল্যাটের মালিকানা থাকার অভিযোগে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে ২৫ মে তদন্ত কমিটি গঠন করে রাজউক। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। অভিযুক্ত কর্মচারী হলেন, রাজউকের পরিদর্শক কাজী আমীর খশরু।
১৮ মে সমকালে ‘ঢাকায় রাজউকের এক পরিদর্শকের ৩৬ ফ্ল্যাট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে ৩৬টি ফ্ল্যাট ছাড়াও তিনটি প্লটের বিষয় উল্লেখ করা হয়। এরপরই রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
রাজউকের অফিস আদেশে বলা হয়, ‘১৮ মে দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে তদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হলো। নিয়োগপ্রাপ্ত তদন্ত কর্মকর্তাকে পত্র জারির ৩০ কার্যদিবসের মধ্যে রাজউকের চেয়ারম্যান বরাবর প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ অফিস আদেশটি জারি করেন রাজউকের পরিচালক (প্রশাসন) এবিএম এহছানুল মামুন।
তদন্ত কর্মকর্তা কোন বিষয়গুলো তদন্ত করবেন সে প্রসঙ্গে রাজউকের বোর্ড সদস্য (প্রশাসন) ড. মো. আলম মোস্তফা সমকালকে বলেন, ‘সমকালে প্রকাশিত প্রতিবেদনে যেসব অনিয়ম, অসাধুতা ও অস্বাভাবিক সম্পত্তির বিষয় উঠে এসেছে, সেগুলো তদন্ত করে রিপোর্ট পেশ করবে। এরপর অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
- বিষয় :
- রাজউক
- তদন্ত প্রতিবেদন