ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মেট্রোরেল চলবে না আজ

মেট্রোরেল চলবে না আজ

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৫ | ১০:৫৯

ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে আজ বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল। তবে আগামীকাল রবিবার থেকে চালাচল করবে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন ৮ জুন রোববার সকাল ৮টা থেকে ট্রেন চলবে ৩০ মিনিট বিরতিতে (হেডওয়ে)। এরপর ৯ জুন সোমবার থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী।

অবশ্য মেট্রোরেল চলাচল সংক্রান্ত এমন সিদ্ধান্ত যাত্রীদের আগেই অবগত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উপলক্ষে রাজধানীবাসীর একাংশ ঢাকা ছাড়লেও যারা রাজধানীতে রয়েছেন, তাদের যাতায়াতের জন্য ঈদের পরদিন থেকেই ট্রেন চলাচল আংশিকভাবে শুরু হচ্ছে।

ঈদুল আজহা উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি। সচিবালয়সহ সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে এই ছুটি প্রযোজ্য হয়েছে। 

এর আগে ঈদুল ফিতর উপলক্ষ্যেও টানা ৯ দিনের ছুটি দেওয়া হয়েছিল। তবে কোরবানির ঈদে এবার ছুটি আরও বেড়ে দাঁড়িয়েছে ১০ দিনে।

আরও পড়ুন

×