ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চালু হয়েছে মেট্রোরেল, বহন করা যাবে না মাংস

চালু হয়েছে মেট্রোরেল, বহন করা যাবে না মাংস

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৫ | ১০:৫৪ | আপডেট: ০৮ জুন ২০২৫ | ১১:২৫

পবিত্র ঈদুল আজহার পরদিন রোববার থেকে ফের চালু হয়েছে মেট্রোরেল চলাচল। সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলছে (হেডওয়ে অনুযায়ী)। আগামীকাল সোমবার থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে। তবে এই চলাচলে কড়াকড়ি আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

গত মঙ্গলবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস পরিবহন করা যাবে না। মেট্রো স্টেশনের প্রতিটি গেটে যাত্রীদের যথাযথভাবে তল্লাশি করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো যাত্রীর কাছে কাঁচা বা রান্না করা মাংস পাওয়া গেলে তাৎক্ষণিক তার মেট্রো স্টেশনে প্রবেশ আটকে দেওয়া হবে। মেট্রোরেলের নিরাপত্তা কর্মীদের এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করতেও বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×