ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

রাজধানীর কদমতলা সোসাইটির মশা নিধন কার্যক্রম

রাজধানীর কদমতলা সোসাইটির মশা নিধন কার্যক্রম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫ | ২০:০৪

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে রাজধানীর বাসাবো এলাকায় মশা নিধন কার্যক্রম শুরু করেছে সামাজিক সংগঠন কদমতলা সোসাইটি। 

শুক্রবার ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘রাখি চারপাশ পরিষ্কার, করি ডেঙ্গু প্রতিকার’ স্লোগানে মশা নিধন উদ্বোধন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির সদস্য সচিব ইয়াসির আরাফাত চৌধুরী, সদস্য মো. সোলায়মান, মো. আওলাদ হোসেন খান, আশিকুর রাহমান, মাকসুদ আলী, সাদেকুর রহমান লাভলু, বিরেন্দ্র চন্দ্র দাস, সৈয়দ শফিকুর রহমান, সালেহ আহমেদ বাবু, হাবিবুর রহমান বিশ্বাস, মো. মাসুদুর রহমান, শাওনেয়াজ পাটোয়ারী, ইফতেখার ফয়সাল, আব্দুল মান্নান, এ কে এম ফজলুল হক, জুয়েল লস্কর, আল সাজিদুল ইসলাম দুলাল প্রমুখ।

কদমতলা সোসাইটির সদস্য সচিব ইয়াসির আরাফাত চৌধুরী বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে আমরা দারুণ সাড়া পেয়েছি। সবাই সহযোগিতা করলে মশক নিধন কার্যক্রম আরও সফলভাবে পরিচালনা করা সম্ভব হবে।’

মশা নিধন কার্যক্রমের পাশাপাশি কদমতলা সোসাইটি সীমিত পরিসরে স্বাস্থ্যসেবাও দিয়ে থাকে। প্রতি শুক্রবার মাত্র ১০ টাকার বিনিময়ে এলাকার বাসিন্দারা ওজন, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করাতে পারেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×