দুর্নীতিবিরোধী অভিযানে র্যাব নেতৃত্ব দিচ্ছে না: মহাপরিচালক

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯ | ০৯:৫৭ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০৯:১৩
দুর্নীতিবিরোধী অভিযানে র্যাব নেতৃত্ব দিচ্ছে না, বরং অনেকগুলো সরকারি সংস্থার মধ্যে একটি হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক বেনজীর আহমেদ।
শুক্রবার রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক সাংবাদিকদের এ কথা জানান। পাশাপাশি যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের অবস্থান প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমরা ধৈর্য ধরি, সব কিছুরই উত্তর পাব।'
এদিন সকালে বনানী পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যান র্যাব প্রধান। এ সময় তিনি দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে সমন্বিত নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ মণ্ডপে র্যাবের রোবস্ট পেট্রোলিং বা একসঙ্গে অনেক গাড়ি নিয়ে টহলের ব্যবস্থা করা হয়েছে বলে জানান।
চলমান দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতিবিরোধী কার্যক্রমে সরকারের যেসব প্রতিষ্ঠান রয়েছে, তাদের সঙ্গে আছে র্যাব। প্রধানমন্ত্রীর নির্দেশে যখনই প্রয়োজন হবে, হাতে হাত মিলিয়ে র্যাব দায়িত্ব পালন করবে। দুর্নীতিবিরোধী এ অভিযানের উদ্যোগ সুদূরপ্রসারী। দেশের মানুষ প্রজন্ম থেকে প্রজন্ম এর সুফল পাবে। সার্বিক উন্নয়নে এর প্রভাব পড়বে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, ক্যাসিনোবিরোধী অভিযানটি যেহেতু র্যাব শুরু করেছে, তাই তারাই অভিযান চালাবে।
অভিযানে এখনও গ্রেফতার না হওয়া অপরাধীদের কোনো তালিকা র্যাব তৈরি করেছে কি-না? এমন প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, শুদ্ধি অভিযানের বিষয়টি অনেক বড়। এর সঙ্গে শুধু র্যাব জড়িত নয়।
'ক্যাসিনোর দায় পুলিশের একার নয়'- সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার এই মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে বেনজীর আহমেদ বলেন, 'উনি এটা বলেছেন কি-না আমার জানা নেই। তবে একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে তার এ ধরনের মন্তব্য করার কথা নয়।'
দুর্গাপূজায় নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, দেশে ৩১ হাজার ৮০০ মণ্ডপে পূজা হচ্ছে। ২০০৯ সালে ১১ হাজার মণ্ডপে পূজার আয়োজন হতো। এ থেকে বোঝা যায়, বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা সুসংহত এবং বর্তমান সরকারের আমলে দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নতি হয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য র্যাবের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বোমা নিষ্ফ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি করা হয়েছে। সন্ত্রাসী ও জঙ্গিরা যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে সে ব্যাপারে র্যাব তৎপর রয়েছে। পাড়া-মহল্লার মোড়ে চেকপোস্ট বসানো হবে, সন্দেহজনক এলাকায় ব্লক রেইড দেওয়া হবে। মণ্ডপে নারীরা যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে লক্ষ রাখবে র্যাব।
- বিষয় :
- বেনজীর আহমেদ
- র্যাবের মহাপরিচালক