শিশু চুরি করে হাজার টাকায় বিক্রি, তরুণী গ্রেপ্তার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ | ১২:৩৮
রাজধানীর মিরপুরের শাহ আলী মাজার থেকে সাত মাসের শিশুকে চুরির পর বিক্রি করায় রুমা আক্তার নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রুমাকে গ্রেপ্তার এবং শিশু সাদিয়াকে উদ্ধার করে র্যাব-৪। গত ২৭ অক্টোবর সাদিয়াকে চুরি করেছিল সে। উদ্ধারের পর শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
র্যাব জানিয়েছে, শাহ আলী মাজার থেকে সাদিয়াকে চুরির পর নিজেকে তার মা পরিচয় দেয় রুমা। পরে দারিদ্র্যের অজুহাতে মানিকগঞ্জের শিবালয়ের টেপরা গ্রামের এক নিঃসন্তান দম্পতির কাছে মাত্র এক হাজার টাকায় শিশুটি বিক্রি করে সে। এ ঘটনায় শাহ আলী মাজার থেকে রুমাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে মানিকগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
- বিষয় :
- শিশুকে চুরি
- র্যাব-৪