ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ডিএমপির ৮ ওসিসহ ১৫ পুলিশ পরিদর্শক বদলি

ডিএমপির ৮ ওসিসহ ১৫ পুলিশ পরিদর্শক বদলি

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০ | ০৭:৪৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিদর্শক পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে আটজনকে ডিএমপির বিভিন্ন থানায় ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে আট থানার ওসিকে অন্যত্র বদলি করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।

ডিএমপি সূত্র জানায়, সিটি-ইন্টেলিজেন্স অ্যানালইসিস বিভাগের পরিদর্শক বিপ্লব কিশোর শীলকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা, একই বিভাগের পরিদর্শক মোহাম্মদ আবদুল মজিদকে উত্তরখান থানা, ডিবির রমনা বিভাগের পরিদর্শক দেলোয়ার হোসেনকে ভাষানটেক থানা, একই বিভাগের পরিদর্শক শাহ্‌ আক্তারুজ্জামান ইলিয়াসকে উত্তরা পশ্চিম থানা, সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার নাসির উদ্দিনকে ডেমরা থানা, শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মোরাদুল ইসলামকে সবুজবাগ থানা, তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহা. কামাল উদ্দীনকে উত্তরা পূর্ব থানা এবং ভাষানটেক থানার এবং ওসি মুন্সী ছাব্বির আহম্মদকে খিলক্ষেত থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে উত্তরা পূর্ব থানার ওসি নুরে আলম সিদ্দিকীকে ডিবি-গুলশান বিভাগ, উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিনকে হেডকোয়ার্টার্স অ্যান্ড অ্যাডমিন বিভাগ, উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহাকে ডিবি-রমনা বিভাগ, খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিনকে আইসিটি বিভাগ, সবুজবাগ থানার ওসি মাহবুব আলমকে ডিবি-রমনা বিভাগ, ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমানকে ডিবি-উত্তরা বিভাগ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন খানকে প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে। 

এর আগে মঙ্গলবার ডিবি উত্তরা বিভাগের পরিদর্শক শরীফুল ইসলামকে প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়।

আরও পড়ুন

×