ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফ্লাইওভারের নিচে ট্রাফিক পুলিশ বক্স হতে পারে: ডিএমপি কমিশনার

ফ্লাইওভারের নিচে ট্রাফিক পুলিশ বক্স হতে পারে: ডিএমপি কমিশনার

মোহা: শফিকুল ইসলাম- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০ | ০৬:১৩

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা: শফিকুল ইসলাম বলেছেন, ‘সিটি করপোরেশনের সঙ্গে আলোচনাক্রমে ফ্লাইওভারগুলোর নিচে অব্যবহৃত স্থানগুলোয় ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা যেতে পারে।’ শনিবার সকালে রাজধানীর শান্তিনগর মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্রে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকার পুলিশ প্রধান বলেন, ‘সড়কে যে কোনো দুর্ঘটনা বা অপরাধের ক্ষেত্রে প্রথম উপস্থিত হয় ট্রাফিক পুলিশ। দুর্ঘটনার শিকার ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ হাসপাতালে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয় তারা। অথচ প্রাকৃতিক দুর্যোগ বা ঝড়-বৃষ্টির সময় তাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা থাকে না। এছাড়া প্রাকৃতিক কার্যাদি সম্পাদনের জন্য প্রয়োজনীয় শৌচাগার না থাকায় তারা কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন।’ এসব দিক বিবেচনায় ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের গুরুত্ব তুলে ধরেন কমিশনার।

মতিঝিল ট্রাফিক বিভাগের অধীন দৃষ্টিনন্দন শান্তিনগর ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্‌) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, যুগ্ম কমিশনারের (ট্রাফিক-উত্তর) অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আব্দুর রাজ্জাক এবং ইউনিমেড ইউনিহেলথ্‌ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এম মোসাদ্দেক হোসেন ও পরিচালক সুভাষ সিংহ রায়।

মতিঝিল ট্রাফিক বিভাগের উপ-কমিশনার ওয়াহিদুল ইসলাম জানান, মতিঝিল বিভাগের ২০টি ইন্টারসেকশনে স্থাপিত ট্রাফিক পুলিশ বক্স নগরবাসীকে ট্রাফিক শৃঙ্খলার পাশাপাশি মানবিক সহায়তা দেবে। প্রতিটি ট্রাফিক পুলিশ বক্স হবে একটি সেবা কেন্দ্র। প্রতিটি ট্রাফিক বক্সে ফার্স্ট এইড বক্স, অগ্নিনির্বাপক যন্ত্র, স্ট্রেচার, সুপেয় পানিসহ অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা রাখা হবে। রাস্তায় আহত বা দুর্ঘটনা কবলিত মানুষ ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্রে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা পাবেন।

আরও পড়ুন

×