ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় দম্পতি নিহত

বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় দম্পতি নিহত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১ | ০০:০৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ | ০২:২১

রাজধানীর শাহজালাল বিমানবন্দর এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। 

সোমবার সকাল সোয়া ৭টার দিকে বিমানবন্দরের পদ্মা অয়েল গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মো. আকাশ ইকবাল ও মায়া হাজারিকা। আকাশ ইকবাল পদ্মা সেতু প্রকল্পে এবং মায়া হাজারিকা হোটেল লেক ক্যাসলে চাকরি করতেন।

বিমানবন্দর থানার এসআই মশিউল আলম জানান, নিহত দুইজন সকালে কর্মক্ষেত্রের উদ্দেশে মোটরসাইকেলে করে রওনা দিয়েছিলেন। বিমানবন্দর এলাকায় আজমেরী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তারা।

তিনি জানান, দুর্ঘটনার পর দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।





আরও পড়ুন

×