ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

যৌতুকের দাবিতে নির্যাতন মামলায় বিএসএমএমইউ চিকিৎসক গ্রেপ্তার

যৌতুকের দাবিতে নির্যাতন মামলায় বিএসএমএমইউ চিকিৎসক গ্রেপ্তার

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:৪০

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের চিকিৎসক জোনায়েত বাতেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর কাঁটাবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ সমকালকে বলেন, ওই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। সেই পরোয়ানামূলেই তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বিএসএমএমইউ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক। শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার চিকিৎসকের প্রথম স্ত্রী গত বছরের মাঝামাঝিতে ঢাকার দায়রা জজ আদালতে দুটি মামলা করেন। তাতে যৌতুকের দাবিতে নির্যাতন ও প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ের অভিযোগ আনা হয়। এরপর গত বছরের ডিসেম্বরে চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার বাদী সাংবাদিকদের জানান, জোনায়েত বাতেন ২০১৭ সালে তাকে না জানিয়ে দ্বিতীয় এবং ২০১৯ সালে তৃতীয় বিয়ে করেন। এছাড়াও বিভিন্ন নারীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে। মামলা করার আগে স্বামীর নির্যাতন ও অন্য নারীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বিভিন্ন পর্যায়ে অভিযোগ জানিয়ে কোনো সুফল পাননি। ২০০০ সালে তাদের বিয়ে হয়েছিল এবং এখনও তাদের বিচ্ছেদ হয়নি। তাদের স্কুলপড়ুয়া দুই সন্তান রয়েছে।

আরও পড়ুন

×