শাহজালাল বিমানবন্দর থেকে ৬ কেজি স্বর্ণ জব্দ, আটক ৭

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ০১:৫৫ | আপডেট: ০৭ মার্চ ২০২১ | ০৩:২০
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
খুদে বার্তায় জানানো হয়, দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই স্বর্ণ আসে। জব্দ করা স্বর্ণের ওজন প্রায় ৬ কেজি।
শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।
তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি কর্তৃপক্ষ।