শাহবাগে ধর্ষণবিরোধী গণসমাবেশ শুক্রবার

প্রগতিশীল সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন- সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৫৪
৯ দফা দাবিতে আগামী শুক্রবার রাজধানীর শাহবাগে ধর্ষণবিরোধী গণসমাবেশের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্র, নারী, যুব ও সাংস্কৃতিক সংগঠনগুলোর প্ল্যাটফর্ম ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রগতিশীল সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই সমাবেশের ঘোষণা দেওয়া হয় ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স। লিখিত বক্তব্যে প্রিন্স স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ নয় দফা দাবি তুলে ধরেন। এ সময় তাদের এই নয় দফা দাবি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার মাধ্যমেই নারীর জন্য নিরাপদ সমাজ গড়া সম্ভব হবে বলেও মনে করেন তিনি।
তাদের অন্যান্য দাবিগুলো হলো- ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, আদিবাসী নারীদের ওপর সকল প্রকার যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধ করা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল কার্যকর করা; সিডো সনদের পূর্ণ বাস্তবায়ন করার পাশাপাশি নারীর প্রতি বৈষম্যমূলক সকল আইন ও প্রথা বিলোপ করা; ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন ১৮৭২-১৫৫ (৪) ধারাকে বিলোপ ও মামলার ডিএনএ আইনকে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে কার্যকর করা; অপরাধ বিজ্ঞান ও জেন্ডার বিশেষজ্ঞদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে অন্তর্ভুক্ত করাসহ ট্রাইবুনালের সংখ্যা বাড়িয়ে অনিষ্পন্ন সকল মামলা দ্রুত নিষ্পন্ন করা; তদন্তকালে ভিকটিমকে মানসিক নিপীড়ন বন্ধ করাসহ ভিকটিমের আইনগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা; ধর্মীয়সহ সকল ধরণের সভা-সমাবেশে নারী বিরোধী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা; সাহিত্য, নাটক, সিনেমা, বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন বন্ধ করা; পর্ণোগ্রাফি বন্ধে বিটিআরসির কার্যকর ভূমিকা পালন করা; মাদকব্যবসার হোতাদের গ্রেফতার ও মাদকাসক্তি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চায় সরকারি পৃষ্ঠপোষকতা করা; পাঠ্যপুস্তকে নারীর প্রতি অবমাননা ও বৈষম্যমূলক যেকোনো প্রবন্ধ, নিবন্ধ, পরিচ্ছদ, ছবি, নির্দেশনা ও শব্দ চয়ন পরিহার করা এবং গ্রামীণ সালিশের মাধ্যমে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টাকে অপরাধ হিসেবে গণ্য করা।
সংবাদ সম্মেলনে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প কোনও পথ নেই বলে উল্লেখ করে প্রগতিশীল জোটের নেতারা বলেন, পাড়ায় পাড়ায় গণকমিটি করে ধর্ষণ প্রতিরোধে উদ্যোগ নেয়া জরুরি। ধর্ষণের মনস্তত্ত্ব তৈরি করে যে সামাজিক আয়োজন তাকে উচ্ছেদ করা এখন সময়ের দাবি। নারীকে ভোগ্যপণ্য হিসেবে দেখার যে দৃষ্টিভঙ্গি তার বিপরীতে নারী-পুরুষের সমতার সমাজ বিধানের লড়াই আজ জরুরি। এসময় তারা তাদের ধর্ষণবিরোধী গণসমাবেশে অংশ নিয়ে ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করতে দেশের সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি শিলা দত্ত, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ধর্ষণবিরোধী গণসমাবেশ