ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মসজিদের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

মসজিদের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২১ | ০৮:৪৩ | আপডেট: ১১ জুন ২০২১ | ০৯:১৪

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় মসজিদের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আল-আমিন (২০)। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মান্ডার আল-হেরা মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন আল-আমিন। নামাজ শেষে তিনি মসজিদের চারতলা ভবনের ছাদে যান। কোনো কারণে তিনি সেখান থেকে নিচে পড়ে যান। তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সঙ্কটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে  তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।



আরও পড়ুন

×