করোনা প্রতিরোধে রাসেল ব্রিগেডের প্রচারাভিযান অব্যাহত

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২১ | ০৯:৩৬
করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত 'শহীদ রাসেল ব্রিগেড'-এর প্রচারাভিযান ও মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার রাজধানীর খিলগাঁও থানার তিন নম্বর ওয়ার্ডের সিপাহীবাগ বাজার থেকে শুরু করে ভূঁইয়াপাড়া, নবীনবাগ এবং সায়েরুনবাগ এলাকায় কর্মসূচি পরিচালিত হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায়, রাসেল ব্রিগেডের প্রধান সমন্বয়ক সাদাকাত হোসেন খান বাবুল, মুর্শিদা আখতার নাহার, মমতাজ বেগম, আমেনা বেগম, মিনারা খাতুন, চম্পা বেগম প্রমুখ।
- বিষয় :
- করোনা প্রতিরোধ
- শহীদ রাসেল ব্রিগেট