মুগদায় ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ইয়াবাসহ গ্রেপ্তার তিনজন -সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১ | ০৫:২৯ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ | ০৬:০১
রাজধানীর মুগদা এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মুগদার উত্তর মান্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- মো. কামাল, মোসাম্মৎ রহিমা কামাল ও মো. রাজিব।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আ. আহাদ বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী উত্তর মান্ডা এলাকায় ইয়াবা কেনাবেচা করছে- এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে নিয়োজিত পুলিশের একটি দল ওই এলাকায় যায়। এ সময় ৪০ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ কামাল, রহিমা ও রাজিবকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্বে দেওয়া মুগদা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব জানান, এ ঘটনায় মুগদা থানার রুজুকৃত মামলায় গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- ইয়াবা
- মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মুগদা