অনলাইনে সুদের ব্যবসার অভিযোগে আটক ১৮

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১ | ১৪:০৪ | আপডেট: ০৭ অক্টোবর ২০২১ | ১৪:০৫
রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি কোম্পানির ১৮ জন কর্মী বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। তারা ফোন রিসিভ না করায় অস্থির হয়ে পড়েন তাদের স্বজনরা। রাতে পরিবারের লোকজন জানতে পারে, তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে। অনুমোদন ছাড়াই অনলাইনে সুদের ব্যবসা চালানোর অভিযোগে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা নিউ মিরাকল ফিনটেক বিডি নামে সুদ কারবারের প্রতিষ্ঠানে কাজ করেন। জিজ্ঞাসাবাদের পর রাতে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
ডিবি জানিয়েছে, বারিধারার ওই প্রতিষ্ঠান অনুমোদনহীনভাবে অনলাইনে সুদের ব্যবসা চালায়। যে কারণে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের ডিবিতে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং যাচাই-বাছাই করা হচ্ছে। নিউ মিরাকল ফিনটেক বিডি প্রতিষ্ঠানটির মালিক চীনের কয়েকজন নাগরিক।
ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের বলেন, যাদের ডিবিতে আনা হয়েছে তারা অনলাইন সুদের ব্যবসা করেন। বাংলাদেশিদের ব্যবহার করে ২ হাজার টাকা ঋণ দিয়ে এক মাসে ৪ হাজার টাকা নেন তারা। মাইক্রোক্রেডিট দেখিয়ে অনলাইন প্ল্যাটফর্মে অননুমোদিত এই ব্যবসা করেন তারা।
- বিষয় :
- রাজধানী
- আটক
- অনলাইন ব্যবসা
- সুদ