ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

যাত্রাবাড়ীতে ৫ কেজি 'আইস'সহ চক্রের হোতা গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে ৫ কেজি 'আইস'সহ চক্রের হোতা গ্রেপ্তার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১ | ২৩:৪৯ | আপডেট: ১৫ অক্টোবর ২০২১ | ২৩:৫৭

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ কেজি আইস বা ক্রিস্টাল মেথসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

এ বিষয়ে শনিবার র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার একজন টেকনাফ 'আইস সিন্ডিকেটের হোতা' খোকন। তাদের কাছ থেকে গুলিসহ একটি বিদেশি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে উদ্ধার এই মাদকের চালানের মধ্যে এটিই বড়। র‌্যাবের এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানিয়ে বলা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানান হবে। 

আইস বা ক্রিস্টাল মেথে শতভাগ এমফিটামিন থাকায় এটা বিশ্বজুড়েই ভয়ঙ্কর মাদক। বাংলাদেশে কয়েক বছর ধরে প্রায়শই এই মাদক ধরা পড়ছে।

আরও পড়ুন

×